তোমার সাথে ফুল কুঁড়োনোর কথা নিশুতি রাতে জোছনা পোহানোর কথা তোমায় নিয়ে পাহাড় ছোঁয়ার কথা সাগরজলে পা ডোবানোর কথা কতো কিছু কতোভাবে এভাবে স্বভাবে পেলেপুষে রাখি তোমার সাথে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি কতো কিছু তবু কতো কিছু রয়ে যাবে বাকি তোমার সাথে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি কতো কিছু তবু কতো কিছু রয়ে যাবে বাকি খুব সামান্য তবু অসামান্য লাগতে পারে একটু হাসি তোমার ঠোঁটের কিনারে দেখি বারে বারে কিছুটা অভিমান মুঠো খুলে আজ ছড়ালে কোথায় পাবো আমি? আর কিসে জড়ালে তোমায় নিয়ে চুপটি বসে থাকা আগুনে ফাগুনে ছুঁয়ে দেখা কতো কিছু কতোভাবে এভাবে স্বভাবে পেলেপুষে রাখি তোমার সাথে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি কতো কিছু তবু কতো কিছু রয়ে যাবে বাকি তোমার সাথে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি কতো কিছু তবু কতো কিছু রয়ে যাবে বাকি তোমার সাথে ফুল কুঁড়োনোর কথা নিশুতি রাতে জোছনা পোহানোর কথা তোমায় নিয়ে পাহাড় ছোঁয়ার কথা সাগরজলে পা ডোবানোর কথা কতো কিছু কতোভাবে এভাবে স্বভাবে পেলেপুষে রাখি তোমার সাথে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি কতো কিছু তবু কতো কিছু রয়ে যাবে বাকি তোমার সাথে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি কতো কিছু তবু কতো কিছু রয়ে যাবে বাকি