অভিমানে চোখ, জানালার গ্রীল ধরে ওঠে যদি ভিজে কখনো তোমায় মনে করে রাত জাগা শপথ, বেড়ে ওঠা চিঠির ভীড়ে ঘুমের চোখে, আঙুল রেখে যদি আবার চাই ফিরে অতি অবুঝ এ মন বাঁধা না গেলে তারে ভুলে যেও যত পিছুটান, নেমে এসো চুপিসারে তোমার সাথে সুখের উৎসবে যদি এই হয় ভালবাসা হোক তবে ঐ চোখের মাঝে স্বর্গ আমার আমায় ছেড়ে যেওনা কোথাও আর কত বসন্ত শেষে কত সাধনার স্রোতে ভেসে কোন এক অবাক সন্ধ্যা বেলায় খুঁজে পাওয়া সেই যে তোমায় সারা জীবন অন্তরে এমনিভাবে রেখো ধরে কে বুঝবে আর তোমায় এই আমার মতো করে চলো ফিরি হাসিমুখে আমাদের ছোট্টঘরে তোমার সাথে সুখের উৎসবে যদি এই হয় ভালবাসা হোক তবে ঐ চোখের মাঝে স্বর্গ আমার আমায় ছেড়ে যেওনা কোথাও আর আমায় ছেড়ে যেওনা কোথাও আর আমায় ছেড়ে যেওনা কোথাও আর