এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখিনা এক আকাশেরই নিযুত তারা এ আলোয় তোমায় টানেনা... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... কতো চেয়েছি কতোভাবে ডেকেছি মিনতিভরা চোখেরই ভাষায় কিছু খুঁজিনি শুধু তোমাকেই ভেবে আমি আসক্ত তোমার নেশায়... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... তোমার সাথে আমারই বসবাস বন্দি শুধু গানেরই খাতা যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে তুমি ঘুমন্ত পাতায় পাতায়... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখিনা এক আকাশেরই নিযুত তারা এ আলোয় তোমায় টানেনা... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...