কিছু আঁধার আলোর খোঁজে কিছু স্বপ্ন দু'চোখ বুঁজে কিছু গল্প সময় ভুলে কিছু প্রার্থনা দু'হাত তুলে আমার আলো তুমি আঁধার মাঝে আমার স্বপ্ন তুমি সকাল সাঁঝে আমার গল্প তুমি সারা বেলা আমার দেবী তুমি প্রাণের মেলা... আমার আলো তুমি আঁধার মাঝে আমার স্বপ্ন তুমি সকাল সাঁঝে আমার গল্প তুমি সারা বেলা আমার দেবী তুমি প্রাণের মেলা... কিছু নীরবতা বিজন রাতে কিছু পথ চলা হাত রেখে হাতে কিছু কল্পনা তোমায় ঘিরে কিছু ভালোবাসা স্বপ্ন নীড়ে আমার ধ্যান তুমি, নীরবতায় আমার সঙ্গী তুমি, পথচলায় আমার কল্পনা তুমি, দৃষ্টিসীমায় আমার আবেগ তুমি, ভালোবাসা... কিছু কথা ভাষার খোঁজে কিছু প্রেম তোমায় বোঝে কিছু সুর অনুরাগে কিছু আশা মনে জাগে... আমার ভাষা তুমি সকল কথায় আমার প্রেম তুমি মনের পাতায় আমার গান তুমি জীবন সুরে আমার আশা তুমি হৃদয় জুড়ে... আমার ভাষা তুমি সকল কথায় আমার প্রেম তুমি মনের পাতায় আমার গান তুমি জীবন সুরে আমার আশা তুমি হৃদয় জুড়ে... আমার আলো তুমি আঁধার মাঝে আমার স্বপ্ন তুমি সকাল সাঁঝে আমার গল্প তুমি সারা বেলা আমার দেবী তুমি প্রাণের মেলা... আমার আলো তুমি আঁধার মাঝে আমার স্বপ্ন তুমি সকাল সাঁঝে আমার গল্প তুমি সারা বেলা আমার দেবী তুমি প্রাণের মেলা...