এখন আমরা দু'জন দু'পথে নিজের মতো হাঁটি এখন অযথা চোখের জলে ভেজে না পথের মাটি এখন আমরা দু'জন দু'পথে নিজের মতো হাঁটি এখন অযথা চোখের জলে ভেজে না পথের মাটি এখন আমরা অন্য পথের অন্য কারো যাত্রী নীরব আকাশে অভিমানী তারার জেগে থাকা এক রাত্রি ♪ এখন আমরা গুটিয়ে নিয়েছি আমাদের দু'টি হাত এখন আঙুলের ফাঁকে অন্য আঙুল, অন্য দৃষ্টিপাত এখন আমরা গুটিয়ে নিয়েছি আমাদের দু'টি হাত এখন আঙুলের ফাঁকে অন্য আঙুল, অন্য দৃষ্টিপাত এখন আমরা নিজেদের সুরে গেয়ে যাই সব গান সময়ের ধারায় বেড়ে চলে আমাদের ব্যবধান এখন আমরা অসীম দু'চোখে অন্য আকাশ দেখি এখন আমরা অন্য শ্রাবণের জলে ভিজে মাখামাখি এখন আমরা অসীম দু'চোখে অন্য আকাশ দেখি (অন্য আকাশ দেখি) এখন আমরা অন্য শ্রাবণের জলে ভিজে মাখামাখি (মাখামাখি) এখন আমরা এক আকাশ, তবু চাঁদের অন্য পাশ অন্য ভুবনে এখন আমাদের এমনই বসবাস