আমি দূরত্বটা বুঝেই দূরে চলি শুধু আমার গানে তোমার কথা বলি তুমি শুনবে না বুঝেও এসব লিখি আমি তোমার কাছে দূরের হতে শিখি বুকে ধরে রেখে স্মৃতির আঁকিবুঁকি শুধু আমি জানি আমি কত সুখী তবু হঠাৎ যদি বিষণ্নতার নামে তোমার অবাধ্য চোখ আমার লেখায় থামে দেখো আমার গানজুড়ে শব্দ যত আছে খুব আপন মনে হবে তোমার কাছে আজও calendar-এ প্রিয় তারিখ যত কোনো একলা কফির রাতে ঝড়ের মতো এলোমেলো করে মন থতমত আজও কত বিকেল গড়িয়ে যায় অস্তরাগে তবু দিনের শেষে ঘরে ফেরার আগে শুধু আমি জানি আমার কেমন লাগে এই শহরজুড়ে স্মৃতি কত শুধু একসাথে আর সন্ধ্যা নামে না সেই তুমি আমি যে যার মতো দেখো জীবন কারো থেমে থাকে না ♪ তবু হঠাৎ যদি চেনা পথের ধারে তোমার অবাধ্য চোখ আমায় চিনতে পারে তবু হঠাৎ যদি চেনা পথের ধারে তোমার অবাধ্য চোখ আমায় চিনতে পারে দেখো আমার চোখজুড়ে বৃষ্টি যেমন আছে খুব আপন মনে হবে তোমার কাছে