দখিনের বাতাস এসে বলছে জানালায় আজ আকাশভরা তারার মাঝে শূন্যতা হয়ে তুমি সে যে আজ রাতে নিথর এই শহরে কাকে খুঁজে ফেরো অসহায় তুমি? শোনো তোমায় একটা গল্প বলি যেহেতু রাত নির্ঘুম কাটাবে একটা গল্প বলি শোনো আকাশের তারারাও আজ জেগে রবে একটা গল্প বলি শোনো যেহেতু রাত নির্ঘুম কাটাবে একটা গল্প বলি শোনো আকাশের তারারাও আজ জেগে রবে একটা গল্প বলি শোনো একটা রাত নির্ঘুম কাটাবে I wonder, I wonder What you would do If you had the power to dream at night Any dream you wanted to dream And you would of course be able to alter your time sense And slip, say 75 years of subjective time Into eight hours of sleep Abandonment of your power What dimension of that could you stand? You could ask yourself this Because you know you would eventually wake up After you've gone on doing this, you see, for some time You'd suddenly find yourself sitting around in this room How do you know that's not what you're doing? It is only the true future That's a surprise ♪ ঘুমের শহরে হয়তো পুরোনো তুমি তবু ছুঁয়ে দেখতে গিয়ে ঘুম ভাঙালে অতীতের আলিঙ্গনে আজ তুমি-আমি তবে কি রাতের কাছে হার মানলে? গল্পের মাঝে খোঁজো বাঁচার আশা নিঃস্ব হারা এই জগতে কাল কে কোথায় থাকবে জানা নেই শূন্যতা তোমায় হাতড়াবে যেহেতু রাত নির্ঘুম কাটাবে একটা গল্প বলি শোনো আকাশের তারারাও আজ জেগে রবে একটা গল্প বলি শোনো যেহেতু রাত নির্ঘুম কাটাবে একটা গল্প বলি শোনো আকাশের তারারাও আজ জেগে রবে একটা গল্প বলি শোনো একটা রাত নির্ঘুম কাটাবে ♪ যেহেতু রাত- একটা গল্প বলি শোনো আকাশের তারারাও আজ জেগে রবে একটা গল্প বলি শোনো যেহেতু রাত নির্ঘুম কাটাবে একটা গল্প বলি শোনো আকাশের তারারাও আজ জেগে রবে একটা গল্প বলি শোনো যেহেতু রাত নির্ঘুম কাটাবে