এ কেমন অনুভূতি নেয় না তো অনুমতি এই মন তো রে আর বেঁধে রাখা যায় না কিছু কথা পরিমিত তবু খুব পরিচিত উন্মুখ দুই মুখ, একটাই আয়না বলো না হাত রাখবে কি হাতে চলো না হারিয়ে যাই এই রাতে বলো না হাত রাখবে কি হাতে চলো না হারিয়ে যাই এই রাতে মন চায় তোর গায়ে ভালোবাসা মাখতে শত মেঘে এই আবেগ পারছে না ঢাকতে এত কেন ভালোলাগা হৃদয়ে আজ আলো জাগা এ কোন কুহেলিকায় চায় হারাতে এ কোন কুহেলিকায় চায় হারাতে বলো না (বলো না, বলো না) হাত রাখবে কি হাতে চলো না (চলো না, চলো না) হারিয়ে যাই এই রাতে বলো না (বলো না, বলো না) হাত রাখবে কি হাতে চলো না (চলো না, চলো না) হারিয়ে যাই এই রাতে এ কেমন অনুভূতি