Kishore Kumar Hits

Mashuq Haque - Tui Chara - Lofi Remix şarkı sözleri

Sanatçı: Mashuq Haque

albüm: Tui Chara (Lofi Remix)


প্রথম যখন তোকে দেখেছি
মনের মাঝে তোর হাসিটা বেঁধেছি
ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন
রং মাখিয়ে দেহজুড়ে শিহরণ
তুই ছাড়া মন কাঁদে একলা
তুই হীনা কী করি বুঝি না
তুই ছাড়া মন কাঁদে একলা
তুই হীনা কী করি বুঝি না
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দু'জন
চল রাত নামাই কথায় কথায়

আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায়, কোরো না গো পর
আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায়, কোরো না গো পর
আগলে রেখে, আগলে রেখে
আগলে রেখে কাছে টেনে বাসবো ভালো কত না
মনমাঝারে তোর নাম লিখে করবো প্রার্থনা
তুই ছাড়া মন কাঁদে একলা
তুই হীনা কী করি বুঝি না
तेरे बिना माने ना ये मन मेरा
तू न हो, क्या करे ये दिल बता
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দু'জন
চল রাত নামাই কথায় কথায়
तेरे बिना बावला ये मन मेरा
तू ना हो, क्या करे ये दिल बता

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar