যদি দেখি নীল আকাশ তোমার চোখে দেখে সাদা মেঘদল থাকি নীলিমা জুড়ে যদি বলি তুমি ভোর আর শুদ্ধ অনুভুতি ধরে আমার আছো অস্তিত্ব জুড়ে তাই দেখো ঘুম ঘুম চোখ নীলে মিশে খুব ম্লান হোক আমি ভিজে যাই ভিজে যাই তোর শ্রাবণে তাই ডুবে যায় মন তখন মায়াময় সে চোখ যখন আমি মিশে যাই মিশে যাই তোর হাসিতে যদি চাও তুমি তোমার সুরে আমি গেয়ে যাবো তোমারই গান যেন এই আমি আছি তোমার আজও আর যত ভুল তোমার রঙ্গে গড়া অভিমান, তোমায় ভেঙ্গে গড়া আবারো বলছি তোমায় শোনো আমার রঙ্গে যাও হারিয়ে হারিয়ে যাও তুমি তাই দেখো ঘুম ঘুম চোখ নীলে মিশে খুব ম্লান হোক আমি ভিজে যাই ভিজে যাই তোর শ্রাবণে তাই ডুবে যায় মন তখন মায়াময় সে চোখ যখন আমি মিশে যাই মিশে যাই তোর হাসিতে