এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন, মন রে
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন
যতই কামাও মাল-কড়ি
যতই দেখাও বাহাদুরি
যতই কামাও মাল-কড়ি
যতই দেখাও বাহাদুরি
পরে খাইবো নিজের ধন
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন, মন রে
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন
পাগল মন, পাগল মন, পাগল মন, পাগল মন
♪
তোমারি ঘর, তোমার বাড়ি
তোমার পুত্র, তোমার নারী
ছেড়ে সকল আত্মীয়-স্বজন, মন রে
ছেড়ে সকল আত্মীয়-স্বজন
তোমারি ঘর, তোমার বাড়ি
তোমার পুত্র, তোমার নারী
ছেড়ে সকল আত্মীয়-স্বজন
অন্ধকার এক মাটির ঘরে
থাকতে হবে একা পড়ে
অন্ধকার এক মাটির ঘরে
থাকতে হবে একা পড়ে
সেই কথা কি নাই স্মরণ?
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন, মন রে
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন
পাগল মন, পাগল মন, পাগল মন, পাগল মন
♪
হেলায় হেলায় গেল বেলা
সাঙ্গ হলো ভবের মেলা
ঠ্যালা কত বুঝিবা এখন, মন রে
ঠ্যালা কত বুঝিবা এখন
হেলায় হেলায় গেল বেলা
সাঙ্গ হলো ভবের মেলা
ঠ্যালা কত বুঝিবা এখন
স্বপ্ন দেখে আইসা ভবে
মিছে মায়ায় রইলা ডুবে
স্বপ্ন দেখে আইসা ভবে
মিছে মায়ায় রইলা ডুবে
চিনলা না মন মহাজন
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন, মন রে
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন
যতই কামাও মাল-কড়ি
যতই দেখাও বাহাদুরি
যতই কামাও মাল-কড়ি
যতই দেখাও বাহাদুরি
পরে খাইবো নিজের ধন
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন, মন রে
এই দুনিয়ায় শান্তি নাই রে, পাগল মন
পাগল মন, পাগল মন, পাগল মন, পাগল মন
পাগল মন, পাগল মন, পাগল মন, পাগল মন
Поcмотреть все песни артиста