Kishore Kumar Hits

Polash - Sagor Mayai Nodi Jemon şarkı sözleri

Sanatçı: Polash

albüm: Ki Pirite Mon Mozaila


সাগর মায়ায় নদী যেমন ছুটে চলে তার পানে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
সাগর মায়ায় নদী যেমন ছুটে চলে তার পানে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
প্রাণবন্ধু রে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে

লতার মায়া গাছের লাগি, মন আনন্দে জড়ায়
মিলন মায়ায় ঝর্ণা যেমন হৃদের পানে গড়ায়
লতার মায়া গাছের লাগি, মন আনন্দে জড়ায়
মিলন মায়ায় ঝর্ণা যেমন হৃদের পানে গড়ায়
বসন্ত কালে ভ্রমরায়
বসন্ত কালে ভ্রমরায় গান শোনায় ফুলের কানে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে

রাতের মায়ায় জোছনা যেমন করে মাখামাখি
ভোরের মায়ায় কিচিরমিচির ডাকে বনের পাখি
রাতের মায়ায় জোছনা যেমন করে মাখামাখি
ভোরের মায়ায় কিচিরমিচির ডাকে বনের পাখি
রূপের মায়ায় যেমন আঁখি
রূপের মায়ায় যেমন আঁখি মগ্ন যে রূপের টানে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে

মাটির মায়ায় আকাশ নামে বৃষ্টির রূপ ধরে
ছায়ার মায়ায় তরু দাঁড়ায়, যায় না কোথাও সরে
মাটির মায়ায় আকাশ নামে বৃষ্টির রূপ ধরে
ছায়ার মায়ায় তরু দাঁড়ায়, যায় না কোথাও সরে
সৈয়দ দুলাল এমনি করেই
সৈয়দ দুলাল এমনি করেই ডাকে মায়ারই গানে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
(সাগর মায়ায় নদী যেমন ছুটে চলে তার পানে)
(তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে)
সাগর মায়ায় নদী যেমন ছুটে চলে তার পানে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে
প্রাণবন্ধু রে
তোমার লাগি তেমনি মায়া, বন্ধু, আমার প্রাণে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar