Kishore Kumar Hits

Polash - Je Kotha Mor Mone Go şarkı sözleri

Sanatçı: Polash

albüm: Ki Pirite Mon Mozaila


যে কথা মোর মনে গো
যে কথা মোর মনে গো
জেনেশুনে বন্ধু আইলো না

যে কথা মোর মনে গো
সোনাবন্ধু জানে গো
যে কথা মোর মনে গো
সোনাবন্ধু জানে গো
যে কথা মোর মনে গো
সোনাবন্ধু জানে গো
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না
নতুন যৌবনসুখের কালে সুখের সারি গাইল না
নতুন যৌবনসুখের কালে সুখের সারি গাইল না
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না

আসবে বলে কইয়া গেল বন্ধু বৈদেশে
আসার আশায় গেল বছর, আইলো না আষাঢ় মাসে
আসবে বলে কইয়া গেল বন্ধু বৈদেশে
আসার আশায় গেল বছর, আইলো না আষাঢ় মাসে
জোয়ার পাইয়া ডিঙ্গা ভাসে, মনমানুষে বাইলো না
জোয়ার পাইয়া ডিঙ্গা ভাসে, মনমানুষে বাইলো না
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না

আর কত সহিবো বলো বন্ধুয়ার পিরিতে
একা একা কাটাই আমি হিমেলা মাঘের শীতে
আর কত সহিবো বলো বন্ধুয়ার পিরিতে
একা একা কাটাই আমি হিমেলা মাঘের শীতে
কেন্দে কাটাই, এই নিশিতে কান্না বারণ হইলো না
কেন্দে কাটাই, এই নিশিতে কান্না বারণ হইলো না
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না

পেয়ে ফাগুন করে গুনগুন ভ্রমরা ফুলের পাশে
নির্দয়া-নিঠুর বন্ধু আইলো না মধুমাসে
পেয়ে ফাগুন করে গুনগুন ভ্রমরা ফুলের পাশে
নির্দয়া-নিঠুর বন্ধু আইলো না মধুমাসে
সৈয়দ দুলাল কান্দে-হাসে, কাউরে দুঃখ কইলো না
সৈয়দ দুলাল কান্দে-হাসে, কাউরে দুঃখ কইলো না
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না
যে কথা মোর মনে গো
সোনা বন্ধু জানে গো (জানে গো, জানে গো)
যে কথা মোর মনে গো
সোনাবন্ধু জানে গো
যে কথা মোর মনে গো
সোনাবন্ধু জানে গো
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না
নতুন যৌবনসুখের কালে সুখের সারি গাইল না
নতুন যৌবনসুখের কালে সুখের সারি গাইল না
জেনেশুনে বন্ধু আইলো না
না, জেনেশুনে বন্ধু আইলো না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar