Kishore Kumar Hits

Polash - Shyamla Meye şarkı sözleri

Sanatçı: Polash

albüm: Mon Bepari


ও সে মুখে বলে ভালোবাসি
মুখে বলে ভালোবাসি
আসলে বাসে না
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
ও সে মুখে বলে ভালোবাসি
মুখে বলে ভালোবাসি
আসলে বাসে না
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা

এমনই তার রুপের ঝলক, চন্দ্র-সূর্য মানে হার
ওই রূপেতে বন্দি আমি, নারী নয় সে কারাগার
এমনই তার রুপের ঝলক, চন্দ্র-সূর্য মানে হার
ওই রূপেতে বন্দি আমি, নারী নয় সে কারাগার
মানে না মন শাসন-বারণ
মানে না মন শাসন-বারণ
তাকে ছাড়া বোঝে না
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা

সোনার নুপুর পায়ে দিয়া হেইলা দুইলা হাঁইটা যায়
দেখা হইলে মুচকি হাসে, ডাকে শুধু ইশারায়

সোনার নুপুর পায়ে দিয়া হেইলা দুইলা হাঁইটা যায়
দেখা হইলে মুচকি হাসে, ডাকে শুধু ইশারায়
কাছে গেলে মরে লাজে
কাছে গেলে মরে লাজে
মনের কথা বলে না
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
ও সে মুখে বলে ভালোবাসি
মুখে বলে ভালোবাসি
আসলে বাসে না
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
ও সে মুখে বলে ভালোবাসি
মুখে বলে ভালোবাসি
আসলে বাসে না
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা
শ্যামলা রঙের সেই মেয়েটি জানে ছলনা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar