তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
তোমায় ভালোবেসে আমি বৈরাগী হলাম
ভালোবাসার নিঠুর খেলায় সব হারাইলাম
তোমায় ভালোবেসে আমি বৈরাগী হলাম
ভালোবাসার নিঠুর খেলায় সব হারাইলাম
তুমি আমায় ভেবেছিলে শখেরই পুতুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
তুমি আমার প্রথম প্রেমের প্রথম সর্বনাশ
বুকের ভেতর আগুন জ্বলে কঠিন দীর্ঘশ্বাস
তুমি আমার প্রথম প্রেমের প্রথম সর্বনাশ
বুকের ভেতর আগুন জ্বলে কঠিন দীর্ঘশ্বাস
মানুষ ভালোবাসি না আর, ভালোবাসি ফুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
তোমায় ভালবেসে আমার ভাঙলো বুকের কুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
ভুল করেছি, ভুল, আমি ভুল করেছি, ভুল
Поcмотреть все песни артиста