তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুণ হইলো জ্বলিয়া-পুড়িয়া
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুণ হইলো জ্বলিয়া-পুড়িয়া
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
♪
সবই তো জানো, সবই তো শোনো
তবু কেন ভেঙেচুরে সমান করো না?
সবই তো জানো, সবই তো শোনো
তবু কেন ভেঙেচুরে সমান করো না?
তুমি দেখিয়া না দেখো, চক্ষু বুইজা থাকো
দেখিয়া না দেখো, চক্ষু বুইজা থাকো
কী হবে তোমার প্রেমে অন্তর জ্বালাইয়া?
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুণ হইলো জ্বলিয়া-পুড়িয়া
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
♪
যেভাবে থাকি, জনম দুঃখী
কারো কাছে কোনোদিনও কিছু বলবো না
যেভাবে থাকি, জনম দুঃখী
কারো কাছে কোনোদিনও কিছু বলবো না
তুমি রাখো কিবা মারো, যা খুশি করো
রাখো কিবা মারো, যা খুশি করো
আমি আর কাঁদিবো না তোমার লাগিয়া
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুণ হইলো জ্বলিয়া-পুড়িয়া
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুণ হইলো জ্বলিয়া-পুড়িয়া
কী হবে নালিশ করিয়া?
হায় গো, কী হবে বিচার চাহিয়া?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri