ওরে ও সাপুড়িয়া, জঙ্গলের সাপ ধরিয়া
বশ করিয়া রাখলা তুমি বাক্সের ভিতর
ওরে ও সাপুড়িয়া, জঙ্গলের সাপ ধরিয়া
বশ করিয়া রাখলা তুমি বাক্সের ভিতর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
ভালোবাইসা আজও আমি পাইলাম না অন্তর
তারে আমি রাখবো ধরি বুকের ভিতর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
♪
সুরে সুরে গান গাহিয়া তালে তালে নাচ দেখাইয়া
এত কষ্ট করেও আমি পাইলাম না তার মন
ও, সুরে সুরে গান গাহিয়া তালে তালে নাচ দেখাইয়া
এত কষ্ট করেও আমি পাইলাম না তার মন
সাপটা তুমি ছাড়িয়া, বীনটা সুরে বাজাইয়া
সাপটা তুমি ছাড়িয়া, বীনটা সুরে বাজাইয়া
যা বলো তা শুনে, তোমায় করে না দংশন
কী করিলে সে যে আমার হবে যে আপন
তারে আমি রাখবো ধরি বুকের ভিতর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
♪
মন-প্রাণ উজাড় কইরা সবকিছু দিলাম সঁইপা
তবু কেন আজও আমার হইলো না আপন?
হায় রে, মন-প্রাণ উজাড় কইরা সবকিছু দিলাম সঁইপা
তবু কেন আজও আমার হইলো না আপন?
দুধকলা খাওয়াইয়া, বাক্সের ভিতর রাখিয়া
দুধকলা খাওয়াইয়া, বাক্সের ভিতর রাখিয়া
যা বলে তা শুনে, তোমার হইলো না দুশমন
না পাইলে তারে আমার হবে যে মরণ
তারে আমি রাখবো ধরি বুকের ভিতর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
ওরে ও সাপুড়িয়া, জঙ্গলের সাপ ধরিয়া
বশ করিয়া রাখলা তুমি বাক্সের ভিতর
ওরে ও সাপুড়িয়া, জঙ্গলের সাপ ধরিয়া
বশ করিয়া রাখলা তুমি বাক্সের ভিতর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
ভালোবাইসা আজও আমি পাইলাম না অন্তর
তারে আমি রাখবো ধরি বুকের ভিতর
তারে আমি রাখবো ধরি বুকের ভিতর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
আমায় একটু দাও শিখায়ে তোমারই মন্তর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri