Baby Naznin - Piritir Bajar şarkı sözleri
Sanatçı:
Baby Naznin
albüm: Bandhile Mon
ধুম চলেছে বেচাকেনা
ধুম চলেছে বেচাকেনা
যাচাই করে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
ধুম চলেছে বেচাকেনা
ধুম চলেছে বেচাকেনা
যাচাই করে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
♪
আসল মাল বাজারে বিকায় কম
নকল মালের ফৈরা যারা, তারাই খুব গরম
আসল মাল বাজারে বিকায় কম
নকল মালের ফৈরা যারা, তারাই খুব গরম
বেচাকেনা চলছে হরদম
বেচা কেনা চলছে হরদম
নকল কারখানায়
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
ধুম চলেছে বেচাকেনা
ধুম চলেছে বেচাকেনা
যাচাই করে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
♪
লাইলি-মজনুর বিদায়ের পালা
শিরি-ফরহাদের প্রেম-গুদামে পইড়াছে তালা
লাইলি-মজনুর বিদায়ের পালা
শিরি-ফরহাদের প্রেম-গুদামে পইড়াছে তালা
রজকিনীর ফুলের মালা
রজকিনীর ফুলের মালা
কেউ তো কিনে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
ধুম চলেছে বেচাকেনা
ধুম চলেছে বেচাকেনা
যাচাই করে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
♪
পাগল রাজ্জাক দোকানে গিয়া
নাচের একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া
পাগল রাজ্জাক দোকানে গিয়া
নাচের একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া
রাত কাটিলো গান লিখিয়া
রাত কাটিলো গান লিখিয়া
দিন ফুরাইলো না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
ধুম চলেছে বেচাকেনা
ধুম চলেছে বেচাকেনা
যাচাই করে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
ধুম চলেছে বেচাকেনা
ধুম চলেছে বেচাকেনা
যাচাই করে না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
পিরিতির বাজার ভালো না
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri