Baby Naznin - Elo Melo Batashe şarkı sözleri
Sanatçı:
Baby Naznin
albüm: Elo Melo Batashe
এলোমেলো বাতাসে
নীলাভ মলিন আকাশে
দিশেহারা একাকী
পথ ভোলা পাখি এ মন ময়ূরী
এলোমেলো বাতাসে
নীলাভ মলিন আকাশে
দিশেহারা একাকী
পথ ভোলা পাখি এ মন ময়ূরী
♪
মৃদু বিষাদ ছুঁয়ে ছুঁয়ে
স্বপ্ন রঙিন আঁধার হয়ে
মৃদু বিষাদ ছুঁয়ে ছুঁয়ে
স্বপ্ন রঙিন আঁধার হয়ে
বিলীন এই হৃদয়ে
কুয়াশা রাত্রি বয়ে
দিগন্তের সীমা জুড়ে
এই মনে
এলোমেলো বাতাসে
নীলাভ মলিন আকাশে
দিশেহারা একাকী
পথ ভোলা পাখি এ মন ময়ূরী
♪
মিছে মায়ায় আপন করে
কল্পনার এই বাঁধন ছিঁড়ে
মিছে মায়ায় আপন করে
কল্পনার এই বাঁধন ছিঁড়ে
রঙিন আল্পনাতে
জীবনের চলার পথে
অনন্তের সাথি হয়ে
এই মনে
এলোমেলো বাতাসে
নীলাভ মলিন আকাশে
দিশেহারা একাকী
পথ ভোলা পাখি এ মন ময়ূরী
এলোমেলো বাতাসে
নীলাভ মলিন আকাশে
দিশেহারা একাকী
পথ ভোলা পাখি এ মন ময়ূরী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri