Kishore Kumar Hits

Baby Naznin - Josna Veja Nishi Raate şarkı sözleri

Sanatçı: Baby Naznin

albüm: Tumi Amar Shopno


এই জোছনা ভেজা নিশিরাতে
এই বালুকাবেলার বিছানাতে
আধো বসে, আধো শুয়ে
স্বপ্নে দু'চোখ ধুয়ে
না বলা কথাগুলো
বলে যেতে চাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
এই জোছনা ভেজা নিশিরাতে
এই বালুকাবেলার বিছানাতে
আধো বসে, আধো শুয়ে
স্বপ্নে দু'চোখ ধুয়ে
না বলা কথাগুলো
বলে যেতে চাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
তুমি আমি রেখে যাবো
পায়েরই ছাপ
বাতাসে ছড়িয়ে যাবো
কিছু সংলাপ
ও, তুমি আমি রেখে যাবো
পায়েরই ছাপ
বাতাসে ছড়িয়ে যাবো
কিছু সংলাপ
সাগর অথৈ নীল
উড়ন্ত গাঙ্গচিল
সবাইকে এসো আজ
গল্প শোনাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
তুমি আমি এসো করি
হৃদয়ের ভাগ
আরও যে মধুর হোক
এই অনুরাগ
ও, তুমি আমি এসো করি
হৃদয়ের ভাগ
আরও যে মধুর হোক
এই অনুরাগ
দু'চোখের তারাতে
স্বপ্নের শেষ নেই
রাতটাকে এসো আরও
দীর্ঘ বানাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
এই জোছনা ভেজা নিশিরাতে
এই বালুকাবেলার বিছানাতে
আধো বসে, আধো শুয়ে
স্বপ্নে দু'চোখ ধুয়ে
না বলা কথাগুলো
বলে যেতে চাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই
ঘুম নাই, নাই গো
ঘুম নাই, নাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar