Baby Naznin - Aula Premer Baula Batas şarkı sözleri
Sanatçı:
Baby Naznin
albüm: Aula Premer Baula Batas
পিরিতি বানাইলা রে বন্ধু
পিরিতে মজাইলারে বন্ধু
মরি প্রেম জালাই
আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়
রে বন্ধু লাগাইও না গায়
পিরিত বানাইলা রে বন্ধু
পিরিতে মজাইলা রে বন্ধু
মরি, প্রেম জালাই
আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়
রে বন্ধু লাগাইও না গায়
বুকে রাইখো জড়াইয়া.আ.
সুখেরি মালাটা গলায় দাওনা পড়াইয়া
মনে আগুন জালাইয়া.আ...
যাইওনা যাইওনা তুমি দূরে পালাইয়া রে বন্ধু
দূরে পালাইয়া
পাগলও বানাইলারে বন্ধু
দিবানা বানাইলা রে বন্ধু
ধরা দাও আমায়
আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়
রে বন্ধু লাগাইও না গায়
ও আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়
রে বন্ধু লাগাইও না গায়
এহে আহা হুহু আহা
লালা লালা আহা লালা
একবার দেখলে তোমারে...
এক পলকে যাইরে ভাইসা সুখের জোয়ারে
এমন কাঞ্চা বয়সে...
এই প্রান মন রঙিলা হয়
তোমার পরশেরে বন্ধু তুমার পরশে
অন্তরও কাড়িলা রে বন্ধু
প্রানেতে মারিলারে বন্ধু
বাচাও না আমায়
আওলা প্রেমে বাওলা বাতাস লাগাইও না গায়
রে বন্ধু লাগাইও না গায়
হেই, পিরিতি বানাইলারে বন্ধু
পিরিতে মজাইলারে বন্ধু
মরি প্রেম জালাই
আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়
ও বন্ধু লাগাইও না গায়।
হেই আওলা প্রেমেরবাওলা বাতাস লাগাইওনা গায়
রে বন্ধু লাগাইও না গায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri