Kishore Kumar Hits

Khalid Hasan Milu - Ekti Kotha Jenechi şarkı sözleri

Sanatçı: Khalid Hasan Milu

albüm: Bhalobasi Tomake


আ, আ, আ, আ-আ-আ
একটি কথাই জেনেছি আমি
বুঝেছে এ মন তোমারই কাছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
একটি কথাই জেনেছি আমি
বুঝেছে এ মন তোমারই কাছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই চোখেরই আড়াল তুমি হও যখনই
চোখেরই আড়াল তুমি হও যখনই
মনে হয় আমি যেন বাঁচবো না আর
বাঁচবো না আর
ও, অনেক ভালোবাসি আমি যে তোমায়
অনেক ভালোবাসি আমি যে তোমায়
এ জীবনে শেষ কভু নাই যেত তার
নাই যেত তার
যেখানে যাবে, সেখানে যাবো
যেভাবে ছায়া চলে কায়ার পিছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
ও, যতটা আপন করে নিয়েছি তোমায়
যতটা আপন করে নিয়েছি তোমায়
ততটা আপন আমি আমারও যে নয়
আমারও যে নয়
ও, কখনও কোথাও আমি যাবো না যে আর
কখনও কোথাও আমি যাবো না যে আর
তোমারই প্রাণের মাঝে যেন মিশে রই
যেন মিশে রই
তোমাকে ছাড়া বুঝি না কিছুই
তুমি ছাড়া সব কিছু হবে যে মিছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
একটি কথাই জেনেছি আমি
বুঝেছে এ মন তোমারই কাছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
আ, আ, আ, আ-আ-আ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar