Kishore Kumar Hits

Khalid Hasan Milu - Sharati Jibon şarkı sözleri

Sanatçı: Khalid Hasan Milu

albüm: Ami Eka Boro Eka


সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো
ও, সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো
ও দু'টি নয়ন ভরে আমি যে বারে বারে
তোমারই ছবি শুধু আঁকবো
ও, সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো

একটা জীবন অনেক ছোট
ভালোবাসা অনেক বড়
মিটবে না মনের হয়তোবা সাধ
হাজার জনম পেলে আরও
ও, যুগে যুগে তাই এই ভালোবাসাকে
অমর করে আমি রাখবো
অমর করে আমি রাখবো
ও, সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো

অন্তরে অন্তরে বাঁধা পড়েছি
ছিঁড়বে না কভু এ বাঁধন
সারাটা পৃথিবী জানে, জানুক
আমি যে তোমারই জীবন
ও, যতদিন আকাশে সূর্য রবে
ততদিন এই বুকে রাখবো
ততদিন এই বুকে রাখবো
ও, সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো
ও, সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো
ও দু'টি নয়ন ভরে আমি যে বারে বারে
তোমারই ছবি শুধু আঁকবো
ও, সারাটি জীবন ধরে আমার এ অন্তরে
সুখী করে তোমাকে রাখবো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar