Kishore Kumar Hits

Khalid Hasan Milu - Shojoni Shojoni şarkı sözleri

Sanatçı: Khalid Hasan Milu

albüm: Ami Eka Boro Eka


সজনি, সজনি, তুমি কি বোঝোনি
তুমি যে প্রাণের প্রিয় আমার
চোখেরই আড়ালে তোমাকে হারালে
সুখের এই পৃথিবী হবে যে আঁধার
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
সজনি, সজনি, তুমি কি বোঝোনি
তুমি যে প্রাণের প্রিয় আমার
চোখেরই আড়ালে তোমাকে হারালে
সুখের এই পৃথিবী হবে যে আঁধার
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি

এই প্রাণের বীণার সাত সুরেতে
পাই খুঁজে আমি যে তোমাকে
তুমি প্রেমের কবিতা
লিখে দিলে এ বুকে
এই প্রাণের বীণার সাত সুরেতে
পাই খুঁজে আমি যে তোমাকে
তুমি প্রেমের কবিতা
লিখে দিলে এ বুকে
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি

এই চোখে আশার রঙধনুতে
যাই এঁকে নীরবে তোমাকে
ভালোবাসার ফাগুনে
বেঁধে রাখো আমাকে
এই চোখে আশার রঙধনুতে
যাই এঁকে নীরবে তোমাকে
ভালোবাসার ফাগুনে
বেঁধে রাখো আমাকে
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
সজনি, সজনি, তুমি কি বোঝোনি
তুমি যে প্রাণের প্রিয় আমার
চোখেরই আড়ালে তোমাকে হারালে
সুখের এই পৃথিবী হবে যে আঁধার
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি
এ হৃদয়ে তোমাকে বেঁধেছি
এ জীবনে তোমাকে চেয়েছি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar