ঝুলন দীপালি মাহাত
গাছের ডালেই গামছা
গলায় লাগানো ফাঁসটা
কাদের লজ্জার রোজনামচা?
ঝুলন দীপালি মাহাত
চারটি মেয়ের মা
একটি ছেলেও নেই
চারটি মেয়ের মা
একটি ছেলেও নেই
ব্যর্থ আপনি
লোকে তো একটু টিপ্পনী কাটবেই!
ঝুলন দীপালি মাহাত
♪
চার মেয়েকেই খুন
শন পাঁপড়িতে বিষ
চার মেয়েকেই খুন
শন পাঁপড়িতে বিষ
মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েই
হাত করে নিশপিশ!
ঝুলন দীপালি মাহাত
গাছের ডালেই গামছা
গলায় লাগানো ফাঁসটা
কাদের লজ্জার রোজনামচা?
ঝুলন দীপালি মাহাত
♪
চার কন্যের লাশ
গাছের পাশেই রাখা
চার কন্যের লাশ
গাছের পাশেই রাখা
এবারে দীপালি দেখছেন শুধু
তমাল তরুর শাখা!
ঝুলন দীপালি মাহাত
গাছের ডালেই গামছা
গলায় লাগানো ফাঁসটা
কাদের লজ্জার রোজনামচা?
ঝুলন দীপালি মাহাত
♪
চার মেয়ে এক মা
পুত্রভাগ্য কই?
চার মেয়ে এক মা
পুত্রভাগ্য কই?
২১ শতক হলেও
আমরা টিপ্পনী কাটবোই!
ঝুলন দীপালি মাহাত
গাছের ডালেই গামছা
গলায় লাগানো ফাঁসটা
কাদের লজ্জার রোজনামচা?
ঝুলন দীপালি মাহাত
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri