Kishore Kumar Hits

Anjan Dutt - Khaowar Gaan - From "Saheber Cutlet" şarkı sözleri

Sanatçı: Anjan Dutt

albüm: Khaowar Gaan (From "Saheber Cutlet")


এত হৈ হল্লা করছো কারণ দু'বেলা দু'মুঠো খাবার
কোনোমতে পেট ভরিয়ে ভাবছো দিনটা হবে কাবার
কিন্তু মনটা ভরলো না যে, তাই অশান্তি শুরু আবার
প্রয়োজন তাই সবাইকার খাবার নিয়ে ভাবার

কোনোমতে ডাল চাল মেখে দিলে শান্তি আসবে কি?
নাকি ডালে চালে যত্ন করে বানাবে খিচুড়ি?
যদি ডিম ভাজা দাও ছড়িয়ে ওপরে সামান্যতম ঘি
ভুলে যাবে তুমি বাঙালি, নাকি তুমি ফরাসি

Jen les bongous tres delaxius
রুচি গেলে পতনের শুরু
টাকাকড়ি, বাড়ি-গাড়ি হবে
আর কিচ্ছুই হবে না তোমার, গুরু
Yes, you will be screwed for the rest of you life
মনে মাথায় নিয়ে গোবর গু
রুচি পাল্টাও, মনটা খুলে দাও
বাঙালির ভেতরেই spaghetti bolognese
চিংড়ি মাছের কোর্মা শুরু হয়েছে বর্মায়
পটলের দোলমা আসলে পর্তুগিজ
কাটলেট আসলে côtelettes ফরাসি
তোমার আহারে বাহারে গোটা পৃথিবী
জিলিপি কিন্তু ফিলিপিনো নয়, আরবের জেলেবি
তাই বাঙালিয়ানার মধ্যে রয়েছে অনেক রোয়াবি
ছিলে না তুমি কূপমণ্ডুক, ছিল না কুরুচি
রুচি গেল বলে বাড়লো তোমার এই mediocrity
জাতীয়তাবাদ নিয়ে কেন আজ করছো এত ঢং
তোমার মনের ভেতরে রয়েছে যে সাত সমুদ্দুরের রঙ
পুরানো সেই দিনের কথা ভুলতে বসেছো তাই
একসাথে গাই সকলে মিলে
Auld lang syne, dear
Auld lang syne
পুরানো সেই দিনের কথা
Auld lang syne
Auld lang syne, dear
Auld lang syne
পুরানো সেই দিনের কথা
Auld lang syne

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar