Kishore Kumar Hits

Anjan Dutt - Aei Jiboney - From "Saheber Cutlet" şarkı sözleri

Sanatçı: Anjan Dutt

albüm: Aei Jiboney (From "Saheber Cutlet")


এই জীবনে বাঁচতে গেলে
হাসতে হবে, দাদাভাই
নইলে গোমড়া মুখে মরতে হবে
পাবে না কোনো রেহাই
ঠোক্কর খেতে হবে, খেতে হবে ধোঁকা
চালাকি যতই করো, হতে হবে বোকা
একবার ফিক করে হেসে বলো যা ইচ্ছে তাই

দেখো এই জীবনে বিষম খেতে হবে, তুলতে হবে হেঁচকি
বিরিয়ানি বানালে প্রথমেই প্রয়োজন একখানা ডেচকি
খেতে হবে ঘুষি, কত লাথি-ঝাঁটা
Gas খেতে খেতে যাবে নাক কাটা
একবার ফিক করে হেসে বলো হচ্ছে টা কী
Come on, laugh, laugh out loud
Let the rain wash away the clouds
It's my way of saying goodbye
ভাবছো আমি বদ্ধ পাগল
Solaris নয়, একটা ছাগল
এসব আমার কথা নয়
বলেছেন সুকুমার রায়

Come on, laugh, laugh out loud
Let the rain wash away the clouds
It's my way of saying goodbye
ভাবছো আমি বদ্ধ পাগল
Solaris নয়, একটা ছাগল
এই সব আমার কথা নয়
বলেছেন সুকুমার রায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar