স্বর্গের শিশুরা কাঁদে না আর
ওরা জেগে থাকে মাটির আকাশের নিচে
যে আকাশ আমরা গড়েছি
ঘৃণার বিলাসে
বেহায়া ইতিহাস ঢেকে দেয়
যুদ্ধাস্ত্রের অর্থনীতি
ক্ষমা চাইবো কী করে বলো
ক্ষমার অযোগ্য আমরা
বিধাতার কাছে প্রার্থনা
ঘুমাতে দাও ওদের
স্বর্গের শিশুরা কাঁদে না আর
ওদের চোখের জল সেই কবে মিশে গেছে
জমাট কালো রক্তে
আমাদের ঘুণে খাওয়া বইয়ের পাতায়
ক্ষমা চাইবো কী করে বলো
ক্ষমার অযোগ্য আমরা
বিধাতার কাছে প্রার্থনা
ঘুমাতে দাও ওদের...
সত্য, সে তো বিক্রি হয় পশ্চিমার খবরে
মধ্যপ্রাচ্যের মিথ্যে ধর্মযুদ্ধে...
আমরা তো চাই নি এরকম পৃথিবী
আমরা তো চেয়েছি তোমাদের হাসি
আমরা তো চাইনি বাতাসে বারুদের গন্ধ
চেয়েছি শিশুদের খেলাঘর...
...তোমরা তো চাওনি আমাদের হাসি
তোমরা তো চেয়েছ বাতাসে বারুদের গন্ধ
চাওনি খেলাঘর
তোমরা তো চেয়েছ এরকম পৃথিবী
তোমরা তো চাওনি আমাদের হাসি...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri