আমাকে চেনার চেষ্টা করো না আমাকে চিনতে তুমি পারবে না মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি নিজেকে নিজেকে, তুমি কে, তুমি কে? আমাকে চেনার চেষ্টা করো না আমাকে চিনতে তুমি পারবে না মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি নিজেকে নিজেকে, তুমি কে, তুমি কে? যখন নিজেকে দেখি অন্য কারও চোখে সবই সহজ, সবই জটিল সবই সত্য মিথ্যেরই ছায়ায় ♪ যে আলোয় আমার ছায়া জন্ম নেয় সে আলোর মাঝেই এত অন্ধকার সব সত্যকে করে অস্বীকার বোধের কাছে সঁপি নিজেকে কেন, জানি না, তা জানি না যখন নিজেকে দেখি অন্য কারও চোখে সবই সহজ, সবই জটিল সবই সত্য মিথ্যেরই ছায়ায় ♪ যখন নিজেকে দেখি অন্য কারও চোখে সবই সহজ, সবই জটিল সবই সত্য মিথ্যেরই ছায়ায় যখন নিজেকে দেখি অন্য কারও চোখে সবই সহজ, সবই জটিল সবই সত্য মিথ্যেরই ছায়ায় ছায়ায়...