শুধুই হাত দেখি আমি
পড়ে থাকে মুঠো করে সাদা কালো নীল বেগুনী
সারা ঘর জুড়ে ঘুরে বেড়ায় কত মানুষের ছায়া
তুমি পারো না হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিঃশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা
♪
অনেক ধোঁয়ার নিচে অসম অহংকার
চেনা মানুষের মাঝে অমানুষের বাস
পাথুরে চোখে ভয়ের শেষ আঁচড়
মেটায় তোমার তৃষ্ণা
তুমি পারো না হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিঃশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা
♪
পারো না হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিঃশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা
তোমার নিঃশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri