Kishore Kumar Hits

Arbovirus - Ja Ichche Tai şarkı sözleri

Sanatçı: Arbovirus

albüm: 64min53sec


যা ইচ্ছে তাই লিখতে বসে
লিখতে চাই যে গান
ছন্নছাড়া সুরের মায়ায়
খুঁজে ফিরি প্রান
যা ইচ্ছে তাই স্বপ্ন আমায়
করে আশাবাদী
বাস্তবতার কুঠারাঘাত
একলা বসে কাঁদি

যা ইচ্ছে তাই ইচ্ছেগুলো
যখন মেলে ডানা
অগম যত গন্তব্য
সবই আমার জানা
যা ইচ্ছে তাই সমাজ যখন
তোমায় আমায় ভাবায়
অপারগতার ম্লান হাসিটা
শুধুই মোরে কাঁদায়
যা ইচ্ছে তাই কষ্ট নিয়ে
গুমড়ে মরি ব্যথায়
তোমার মুখের মিষ্ট বচন
আগলে রাখে সদাই
যা ইচ্ছে তাই আমি যখন
বুঝতে চাই না তোমায়
তখন তোমার সময় কাটে
আমার আরাধনায়

যা ইচ্ছে তাই গানটা যখন
তোমরা সবাই শুনছো
আমার চোখের অশ্রুগুলো
তোমরা কেউ কি গুনছো?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar