Kishore Kumar Hits

Arbovirus - Bodle Gechhe şarkı sözleri

Sanatçı: Arbovirus

albüm: Montobbo Nishproyojon


একা বসে ভাবছ তুমি
বদলে গেছে এই পৃথিবী
নাকি সব আছে আগেরই মতো
শুধু বদলে গিয়েছ তুমি
বদলে গেছে কথারই বলন
চলার ধরন, পথেরই চলন
বদলে গেছে স্বপ্ন দেখা
আমাদের চাওয়া-পাওয়া

বদলে গেছে কাগজের জলছাপ
বইয়ের পাতায় নিত্য ইতিহাস
বদলে গেছে চুরির রকমফের
মানুষের মাঝে প্রতিবাদের প্রকাশ

বদলে গেছে শহরের আকাশ
জুড়ে থাকা flyover, হাজারো তার
বদলে গেছে দালান-কোঠা
ইশকুলে বসে গাড়ি বেচার হাট
বদলে গেছে রেইনবো'র গলি
Cassette থেকে CD, এখন MP3
বদলে গেছে আমাদের underground
বদলে গেছে পরিচিত গান

বদলে গেছে কাদেরের চাপ
ফুলার রোড আর নিত্য চায়ের স্বাদ
বদলে গেছে শাহাবাগের আড্ডা
বই না বেচে T-shirt এর দোকান

বদলে গেছে রাস্তার lamp
সাদা থেকে হলুদ সোডিয়াম
বদলে গেছে নীতির সংজ্ঞা
বদলে গেছে মানুষ বেচার দাম

কিছুই থাকবে না আগের মতো
এটাই শুধু বদলাবে না জেনো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar