Kishore Kumar Hits

Arbovirus - Hariye Jao şarkı sözleri

Sanatçı: Arbovirus

albüm: Montobbo Nishproyojon


অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সবকিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে
হারিয়ে যাও তুমি
দূরে, আরও দূরে

তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারি না কোনোভাবেই
আমরা ভাবি, 'সব আসবে ফিরে'
'পুরনো অনুভূতি, পুরনো মানুষে'
হারিয়ে যাও তুমি
দূরে, আরও দূরে
হারিয়ে যাও তুমি
দূরে, আরও দূরে
হয়তো কারোও দোষ নেই
হয়তো কিছু করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা

হারিয়ে যাও তুমি
দূরে, আরও দূরে
হারিয়ে যাও তুমি
দূরে, আরও দূরে
হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি
হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি
হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি
হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar