Kishore Kumar Hits

Arbovirus - Bondhur Lash şarkı sözleri

Sanatçı: Arbovirus

albüm: Bishesh Droshtobyo


রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
তোমাদের অস্তিত্বের সান্ত্বনা পুরষ্কার
বিশ্বাসের পেছনে যে পুরুষত্ব
তার কীসের অহংকার?
মহাপুরুষের ছাপ রক্তে বীজ বোনে
অন্ধত্বের খোঁজে
পাথর, মাটি, কাঠের ক্রুশ
অবয়ব নেয় ঈশ্বরের
আমরা পারি না বলতে যা চেয়েছি
আর আমরা চোখ বন্ধ করে ভাবি
কেউ ছোঁবে না

সবাই ঘুমিয়ে থাকতে চায়
ভোরের মুখোমুখি হতে এত ভয়
যদি না থাকে ওপারে কিছু
অথবা শেকল হারাতে হয়
আর আমাদের ভেতরের অসুর
আরব্য রজনীকে সামনে রেখে
পিপাসাকে করেছে যৌক্তিক
সভ্যতা তুমি শুধু বিলাসিতায়
আমরা পারি না বলতে যা চেয়েছি
আর আমরা চোখ বন্ধ করে ভাবি
কেউ ছোঁবে না
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
অনেক ভারী লাগে, অনেক
আর আমার পবিত্র ভূমির শ্বাস আটকে আসে
কতটা এগিয়েছি আমরা, তা ভেবে করে উপহাস
রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ

আর আমরা পারি না বলতে যা চেয়েছি
আর আমরা চোখ বন্ধ করে ভাবি
কেউ ছোঁবে না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar