Kishore Kumar Hits

Arbovirus - School şarkı sözleri

Sanatçı: Arbovirus

albüm: Bishesh Droshtobyo


এই ব্যস্ত শহরে অপরিচিত ভিড়ে
হঠাৎ মনে পড়ে যায়
পুরোনো দিন কত রঙিন
তাকে আটকে রাখি মায়ায়
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে
এখনো একই মানুষ
এখনো বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব-কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালি ছায়ায়
হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত না কাটাকাটি
অংক, বাংলা, ভূগোল, ধুর ছাই, কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনো একই মানুষ
এখনো বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব-কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালি ছায়ায়
হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে

যারা নেই আজ পাশে, তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব-কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar