Kishore Kumar Hits

Arbovirus - Bhenge Felo şarkı sözleri

Sanatçı: Arbovirus

albüm: Bishesh Droshtobyo


ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব

কাপুরুষেরা কালো আয়নার পিছে বসে করে সমালোচনা
পরনির্ভর আত্মবিশ্বাস সান্ত্বনা দেয় তোদের
আর মিথ্যে অহংকার, যা দিয়ে গড়েছ অলংকার
ভুল ধরার সমাজ, তোদের উপড়ে ফেলার সময় আজ
পরগাছা মানুষের নির্লজ্জ ভিড়ে আলো মুখ লুকায় সবসময়
আর পাঁচতারা ভিখারির স্বতঃস্ফূর্ততায় আটকে আসে মাটির শ্বাস
বিজ্ঞাপনের suit পরা hawker টাকার গরম দেখায়
যেন সব কিনে নিয়েছে বিড়ি বেচা মুনাফায়
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
দু'মুখো সাপ রাজাকারের শির গুড়িয়ে দাও
ধর্ষক চোখ, লালসার জিভ উপড়ে ফেলো
আধা সত্য মানপত্র পুড়িয়ে দাও
অকালপক্ব keyboard-যোদ্ধার লাগামহীন মুখ
(ভেঙ্গে ফেলো)

আমাদেরই দোষ, আগাছা উঠাইনি
আমাদেরই দোষ, কাউকে থামাইনি
আমাদেরই দোষ, আমাদেরই দোষ, এতদিন দাঁড়াইনি
পিঠ ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে
নিন্দুকের দল শুনতে কি পাস
আমাদের পায়ের নিচে হাড় ভাঙার শব্দ?
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব
ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো
ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar