আমার সব অবাস্তব অনেক বেশি আবেগী প্রয়োজনে অবাঞ্ছিত স্বপ্নঘোরে বিবাগী সবার কাছ জীবন মানে নিয়মে ঘেরা অনুনয় আমার কাছে সেটা শুধুই অভিনয় থামবো সবাই একই শেষে আজকে না হয় খানিক বাদে কী লাভ হলো সবার সুখে রাঙিয়ে জগৎটাকে? ♪ তীব্র ক্ষোভে ধার করা সুখ কারণ বিহীন বিলীন হয় ঘুনে খাওয়া স্মৃতি গুলো ধুলোর মাঝে আটকে রয় বিরামহীন খুঁজছি আজ সব শেষের ঐ শেষটা তাই নীলচে অবশ অলসতায় দুঃখগুলো হচ্ছে ছাই! থামবো সবাই একই শেষে আজকে না হয় খানিক বাদে কী লাভ হলো সবার সুখে রাঙিয়ে জগৎটাকে? ♪ থামবো সবাই একই শেষে আজকে না হয় খানিক বাদে কী লাভ হলো সবার সুখে রাঙিয়ে জগৎটাকে?