Momtaz Begum - Tomar ki Maya Lagena şarkı sözleri
Sanatçı:
Momtaz Begum
albüm: Antor Kata Bicched, Vol. 01
তোমার কি মায়া লাগে না
তোমার কি মায়া লাগে না
আমার দুঃখ দেখিয়া রে, দেখিয়া
যত দোষী তোমার লাগিয়া
যত দোষী তোমার লাগিয়া
সোনা বন্ধুরে
যত দোষী তোমার লাগিয়া
তুমি তো জানো নারে বন্ধু
কি হালে যায় দিন
দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মো
লিন গো হইতাছে মলিন
তুমি তো জানো নারে বন্ধু
কি হালে যায় দিন
দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মো
লিন গো হইতাছে মলিন
তুমি যদি বাসরে ভিন
তুমি যদি বাসরে ভিন
প্রাণ জুরাব কই যাইয়া
যত দোষী তোমার লাগিয়া
যত দোষী তোমার লাগিয়া
সোনা বন্ধুরে
যত দোষী তোমার লাগিয়া
ইউসুফের লাগিয়া পাগল
বিবি জুলেখায়
সারাজীবন কাটাইল ইউসুফের
আশায় রে, ইউসুফের আশায়
ইউসুফের লাগিয়া পাগল
বিবি জুলেখায়
সারাজীবন কাটাইল ইউসুফের
আশায় রে, ইউসুফের আশায়
শেষে একদিন পায়ে রাস্তা
শেষে একদিন পায়ে রাস্তা
যৌবন দিলো বিলাইয়া
যত দোষী তোমার লাগিয়া
আমি যত দোষী তোমার লাগিয়া
সোনা বন্ধুরে
যত দোষী তোমার লাগিয়া
বলুক বলুক লোকে মন্দ
তাতে দুঃখ নাই
একরিমকো যদি আমি
তোমার দেখা পাই গো
তোমার দেখা পাই
বলুক বলুক লোকে মন্দ
তাতে দুঃখ নাই
একরিমকো যদি আমি
তোমার দেখা পাই গো
তোমার দেখা পাই
নইলে বলো মরিয়া যাই
নইলে বলো মরিয়া যাই
ফল কী বলো বাঁচিয়া
যত দোষ তোমার লাগিয়া
আমি যত দোষী তোমার লাগিয়া
সোনা বন্ধুরে
যত দোষী তোমার লাগিয়া
তোমার কি মায়া লাগে না
তোমার কি মায়া লাগে না
আমার দুঃখ দেখিয়া রে, দেখিয়া
যত দোষী তোমার লাগিয়া
আমি যত দোষী তোমার লাগিয়া
সোনা বন্ধুরে
যত দোষী তোমার লাগিয়া
আমি যত দোষী তোমার লাগিয়া
সোনা বন্ধুরে
যত দোষী তোমার লাগি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri