আমি খুঁজি যারে, পাই না তারে
ও সখী রে, মরতেছি ঘুরিয়া
পরানবন্ধু আইলো না ফিরিয়া
ও, দিন গেল রে
পরানবন্ধু আইলো না ফিরিয়া
বেলা গেল, সন্ধ্যা হলো
কোকিল ডাকে ডালে
অভাগিনীর মনের আগুন
দাউ দাউ কইরা জ্বলে
বেলা গেল, সন্ধ্যা হলো
কোকিল ডাকে ডালে
অভাগিনীর মনের আগুন
দাউ দাউ কইরা জ্বলে
আমি কারে দেখাই হৃদয় খুলে, ওরে সখী
আরে, আমি কারে দেখাই হৃদয় খুলে
ওরে, আমি হৃদয় চিরিয়া
পরান কান্দে তোমার লাগিয়া
ও, দিন গেল রে
পরানবন্ধু আইলো না ফিরিয়া
যেই রমণীর বন্ধু ঘরে
বুকে বুক মিশাইয়া
সারা নিশি জেগে কাটায়
আনন্দে হাসিয়া
যেই রমণীর বন্ধু ঘড়ে
বুকে বুক মিশাইয়া
সারা নিশি জেগে কাটায়
আনন্দে হাসিয়া
আমি একা রই বসিয়া, বন্ধু
তীরে আমি একা রই বসিয়া
ভাবি কেন গেল ছাড়িয়া
পরানবন্ধু আইলো না ফিরিয়া
ও, দিন গেল রে
পরানবন্ধু আইলো না ফিরিয়া
আবার যদি আসে বন্ধু অভাগীর বাসরে
কাজলেরই গাঁথা মালা পরাইয়া বিস্তারে
আবার যদি আসে বন্ধু অভাগীর বাসরে
কাজলেরই গাঁথা মালা পরাইয়া বিস্তারে
তোরা বলিস মাতাল রাজ্জাকেরে
তোরা...
আরে, তোরা বলিস মাতাল রাজ্জাকেরে
ওরে সে যে গিয়াছে মরিয়া
পরানবন্ধু আইলো না ফিরিয়া
ও, দিন গেল রে
পরানবন্ধু আইলো না ফিরিয়া
বেলা গেল, সন্ধ্যা হলো
কোকিল ডাকে ডালে
অভাগিনীর মনের আগুন
দাউ দাউ করে জ্বলে
আরে, এখন কারে দেখাই হৃদয় খুলে
আমার হৃদয় চিরিয়া
পরান বন্ধু আইলো না ফিরিয়া
ও, দিন গেল রে
পরানবন্ধু আইলো না, আইলো না ফিরিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri