Kishore Kumar Hits

Ariyoshi Synthia - Bapir Prem şarkı sözleri

Sanatçı: Ariyoshi Synthia

albüm: Bapir Prem


পড়েছে মন বাপির প্রেমে
তুই বেকার বলে আমি নেই তো থেমে
আমার বাপের চাই পয়সাওয়ালা
তবু ভাই বলেছে তোর হবে শালা
বাবা দিচ্ছে বিয়ের চাপ, ওরে বাপি, কিছু ভাব
তুই সারাদিন খেলিস যদি game
আমি করবো না রে, আমি করবো না রে
আমি করবো না রে তোর সাথে প্রেম
তুই আমায় নিয়ে কেন ভাবিস না রে
শুধু খেলে বেড়াস সকাল-বিকেল game
হ্যাঁ, আমি করবো না রে, ও, আমি করবো না রে
আমি করবো না রে তোর সাথে প্রেম
(একদম আড়ি করে দেবো)

পার্কে বসে তোকে নিয়ে বাদাম ভাজা খাবো
তোর সঙ্গে honeymoon-এ দীঘা-পুরী যাবো
পার্কে বসে তোকে নিয়ে বাদাম ভাজা খাবো
তোর সঙ্গে honeymoon-এ দীঘা-পুরী যাবো
লাগবে না রে খরচা করে নিয়ে যেতে গোয়া
ভাঙা ঘরে পেলেই হবে ভালোবাসার ছোঁয়া
ও, বাবা দিচ্ছে বিয়ের চাপ, বাপি, এবার কিছু ভাব
আর কতকাল খেলবি রে তুই game
আমি করবো না রে, আমি করবো না রে
আমি করবো না রে, তোর সাথে প্রেম
তুই আমায় নিয়ে কেন ভাবিস না রে
শুধু খেলে বেড়াস সকাল-বিকেল game
হ্যাঁ, আমি করবো না রে, ও, আমি করবো না রে
আমি করবো না রে তোর সাথে প্রেম
সরকারি চাকরি ছাড়া not allowed

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar