Kishore Kumar Hits

Ariyoshi Synthia - Kalo Golap Lal Vebe şarkı sözleri

Sanatçı: Ariyoshi Synthia

albüm: Kalo Golap Lal Vebe


আমি ডায়েরির পাতায় আঁকি না রে তুই বেইমানের ছবি
মিথ্যে ছিল প্রেম তোর, মিথ্যে ছিল সবই
আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেঁথে
সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
আরে, সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা
ডায়েরি এখন রক্তে ভেজা, আমি নীরবতা
কল্পনাতে দেখি ছবি ডায়েরির ভাঁজে ভাঁজে
ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে
আরে, ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে

একদিন তুই পাবি খবর, আসবি ছুটে ওরে
প্রাণপাখি থাকবে না সেদিন দেহখাঁচা ধরে
পাড়ি দেবো শূন্যে আমি, থাক না তুই তোর মতো
সময় পেলে ডায়েরি খুলে দেখিস গল্প শত
আরে, সময় পেলে ডায়েরি খুলে দেখিস গল্প শত
আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেঁথে
সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
আরে, সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
আরে, সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar