ছয় মাসের এক কন্যা ছিলো
নয় মাসে তার গর্ভ হলো
ছয় মাসের এক কন্যা ছিলো
নয় মাসে তার গর্ভ হলো
১১ মাসে তিনটি সন্তান
১১ মাসে তিনটি সন্তান
কোনটায় করবে ফকির?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝিয়ের পেটে মায়ের জন্ম
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তারে তোমরা বলবে কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝিয়ের পেটে মায়ের জন্ম
♪
ও, ফকির লালন ভেবে বলে
ছেলে মরে মাকে ছুঁলে গো
হায় রে, ছেলে মরে মাকে ছুঁলে গো
ও, আবার এই দুই কথার অর্থ নইলে
এই দুই কথার অর্থ নইলে
তার হবে না ফকিরী
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝিয়ের পেটে মায়ের জন্ম
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তারে তোমরা বলবে কী?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
চাঁদ লেগেছে, চাঁদ লেগেছে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri