আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার তাও যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা ♪ অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট আবছা শীতল ছায়ার মতো মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে ♪ পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে (পারবো না আমি তোমায় ছাড়া) (ঐ নীল আকাশটাকে ভালোবাসতে) (কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে) (যদি বৃষ্টি নামে তোমার চোখে) (জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে)