Kishore Kumar Hits

Shafiq Tuhin - Pobitro Prem - Pure Love Mix şarkı sözleri

Sanatçı: Shafiq Tuhin

albüm: Pobitro Prem


এক মহাকাল ধরে যদি দেখি তোমায়
ভরবে না মন তবু হায়
যদি লক্ষ কোটি বার বলি ভালোবাসি তোমায়
সেও খুব কম হয়ে যায়
তুমি আমারই প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভিতর বাহিরে সবখানে
ও, তোমারই প্রেমেরই মতো
পবিত্র কোনো কিছু নেই
তোমারই প্রেমেরই মতো
পবিত্র আর কিছু নেই
জন্ম থেকে ওই মৃত্যু অবধি
হয় যদি একটি পলক
হোক তবে ভালোবাসাবাসি দু'জনের
চোখে চোখে রেখে চোখ
তুমি আমারই প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভিতর বাহিরে সবখানে
ও, তোমারই প্রেমেরই মতো
পবিত্র কোনো কিছু নেই
তোমারই প্রেমেরই মতো
পবিত্র আর কিছু নেই
কোনো সীমারেখা মানে না এ মন
তোমার কাছেই ছুটে যাই
ও, স্বপ্নেরই হিমালয় রেখেছি বুকে
তোমাকে পাওয়ারই আশায়
তুমি আমারই প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভিতর বাহিরে সবখানে
ও, তোমারই প্রেমেরই মতো
পবিত্র কোনো কিছু নেই
তোমারই প্রেমেরই মতো
পবিত্র আর কিছু নেই
এক মহাকাল ধরে যদি দেখি তোমায়
ভরবে না মন তবু হায়
যদি লক্ষ কোটি বার বলি ভালোবাসি তোমায়
সেও খুব কম হয়ে যায়
তুমি আমারই প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভিতর বাহিরে সবখানে
ও, তোমারই প্রেমেরই মতো
পবিত্র কোনো কিছু নেই
তোমারই প্রেমেরই মতো
পবিত্র আর কিছু নেই
তোমারই প্রেমেরই মতো
পবিত্র কোনো কিছু নেই
তোমারই প্রেমেরই মতো
পবিত্র আর কিছু নেই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar