Shafiq Tuhin - Shuvo Jonmodin şarkı sözleri
Sanatçı:
Shafiq Tuhin
albüm: Pobitro Prem
নতুন দিনের স্বপ্ন নিয়ে
হৃদয়-ডানা দাও মেলে
মোমের আলো নিভিয়ে তুমি
মনের আলো দাও জ্বেলে
শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য
বড়ো সুন্দর আজকের দিন
স্বপ্নিল এ প্রহর হয়ে থাক অমলিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন
♪
ওই নীল আকাশ হোক সঙ্গী আজ
স্বপ্নেরা সীমাহীন
ইচ্ছেগুলো ইচ্ছেমতো
দিগন্তে হোক বিলীন
ওই নীল আকাশ হোক সঙ্গী আজ
স্বপ্নেরা সীমাহীন
ইচ্ছেগুলো ইচ্ছে মতো
দিগন্তে হোক বিলীন
শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য
বড়ো সুন্দর আজকের দিন
স্বপ্নিল এ প্রহর হয়ে থাক অমলিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন
♪
ওই মেঘদল হয়ে উড়ব আজ
গাইব বৃষ্টির গান
দুঃখ, তোমাকে দিলাম ছুটি
নেই তো আজ পিছুটান
ওই মেঘদল হয়ে উড়ব আজ
গাইব বৃষ্টির গান
দুঃখ, তোমাকে দিলাম ছুটি
নেই তো আজ পিছুটান
শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য
বড়ো সুন্দর আজকের দিন
স্বপ্নিল এ প্রহর হয়ে থাক অমলিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন
নতুন দিনের স্বপ্ন নিয়ে
হৃদয়-ডানা দাও মেলে
মোমের আলো নিভিয়ে তুমি
মনের আলো দাও জ্বেলে
শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য
বড়ো সুন্দর আজকের দিন
স্বপ্নিল এ প্রহর হয়ে থাক অমলিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন তোমার
শুভ হোক জন্মদিন
শুভ হোক জন্মদিন
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri