তোমার হাসিতে আমি সুখ খুঁজে পাই
তোমার হাসিতে আমি সুখ খুঁজে পাই
তোমার কষ্টে দুঃখ সাজাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
আরো বেশি ভালোবাসতে চাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে আমি
আরো বেশি ভালোবাসতে চাই
♪
তোমায় দেবো রোদ্দুর, তুমি দিও বৃষ্টি
আমি তোমায় দেবো মন, তুমি দিও দৃষ্টি
থাকলে পাশে তুমি পৃথিবীর সব ভুলে যাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
আরো বেশি ভালোবাসতে চাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে আমি
আরো বেশি ভালোবাসতে চাই
♪
তুমি দিও জোছনা, আমি দেবো তারা
ভাবা কি যায় জীবন বলো দু'জন দু'জনে ছাড়া?
থাকলে পাশে তুমি পৃথিবীর সব ভুলে যাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
আরো বেশি ভালোবাসতে চাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে আমি
আরো বেশি ভালোবাসতে চাই
তোমার হাসিতে আমি সুখ খুঁজে পাই
তোমার হাসিতে আমি সুখ খুঁজে পাই
তোমার কষ্টে আমি দুঃখ সাজাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
আরো বেশি ভালোবাসতে চাই
হৃদয়ে হৃদয় ছুঁয়ে আমি
আরো বেশি ভালোবাসতে চাই
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri