তোমার পাগল মনে যাবো নির্বাসনে
খুঁজে আমায় কেউ পাবে না কোথাও কোনোখানে
তোমার পাগল মনে যাবো নির্বাসনে
খুঁজে আমায় কেউ পাবে না কোথাও কোনোখানে
ও বন্ধু, পোষ মানানো অবুঝ ভালোবাসা
গোপনে গোপনে স্বপনে স্বপনে রেখো যতনে
ও বন্ধু, পোষ মানানো অবুঝ ভালোবাসা
গোপনে গোপনে স্বপনে স্বপনে রেখো যতনে
♪
এই হৃদয়ের চিলেকোঠায় আসন পেতে বসতে দেবো
এলোমেলো ইচ্ছেগুলো ফাগুন রঙে রাঙিয়ে নেবো
এই হৃদয়ের চিলেকোঠায় আসন পেতে বসতে দেবো
এলোমেলো ইচ্ছেগুলো ফাগুন রঙে রাঙিয়ে নেবো
ও বন্ধু (বন্ধু), পোষ মানানো অবুঝ ভালোবাসা
গোপনে গোপনে স্বপনে স্বপনে রেখো যতনে
♪
এক জীবনের স্বপ্নগুলো তোমার কাছে তুলে দেবো
মেঘে মেঘে পালকি ছুঁয়ে অজানাতে হারিয়ে যাবো
এক জীবনের স্বপ্নগুলো তোমার কাছে তুলে দেবো
মেঘে মেঘে পালকি ছুঁয়ে অজানাতে হারিয়ে যাবো
ও বন্ধু, পোষ মানানো অবুঝ ভালোবাসা
গোপনে গোপনে স্বপনে স্বপনে রেখো যতনে
তোমার পাগল মনে যাবো নির্বাসনে
খুঁজে আমায় কেউ পাবে না কোথাও কোনোখানে
ও বন্ধু, পোষ মানানো অবুঝ ভালোবাসা
গোপনে গোপনে স্বপনে স্বপনে রেখো যতনে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri