Kishore Kumar Hits

Shafiq Tuhin - Pagol şarkı sözleri

Sanatçı: Shafiq Tuhin

albüm: Pagol


তোমরা সবাই কেমন আছো?
একটা কথা বলছি মন দিয়ে শোনো
আজ সকালে একটা পাখি এসে কী বলে গেলো জানো?
বললো, "তোমরা যে এত পাগলামি শুরু করেছো
এই পাগলামি করতে থাকলে
এই পৃথিবী অনেক মন খারাপ করবে"
আর এই পৃথিবী মন খারাপ করলে কী হবে
সেটা তো সবাই জানো
তাই বলছি, এরকম পাগলামি আর করো না
বাবায় হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
পাগল আছে অট্টালিকায়
পাগল আছে গাছতলায়
একটা পাগল আলাভোলা
আরেক পাগল নাক গলায়
আহা, পাগল আছে অট্টালিকায়
পাগল আছে গাছতলায়
একটা পাগল আলাভোলা
আরেক পাগল নাক গলায়
পাগল আমি, পাগল তুমি
কে আছে বলো ভালা?
দুনিয়ায় বইসাছে দেখো পাগলেরই মেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা, রে বাব
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
সৃষ্টি প্রেমে স্রষ্টা পাগল
গুরু প্রেমে শিষ্য
নারী প্রেমে পুরুষ পাগল
সব ছেড়ে হয় নিঃস্ব
সৃষ্টি প্রেমে স্রষ্টা পাগল
গুরু প্রেমে শিষ্য
নারী প্রেমে পুরুষ পাগল
সব ছেড়ে হয় নিঃস্ব
পাগল আমি, পাগল তুমি
কে আছে বলো ভালা?
দুনিয়ায় বইসাছে দেখো পাগলেরই মেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা, রে বাব
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
(Ayo)
বাবার দরবারে ঢুকে তো দেখি
আসলেই সবই তো মেকি
Facebook-এ সব নকলে বেশে
Viral হবে, news টা শেষে
ছিলে মাগার backbencher
হলে তো এবার influencer
Google-এ আর আছে কী বাকি?
ছবিতে boost দিছোত নাকি?
Instagram-এ modeling করো
একে ছেড়ে ওকে ধরো
Followers দের মন জয় করো
মিথ্যা প্রেমে enjoy করো
বস্তু পঁচা vulgarity
সস্তা সব popularity
কেন করো publicity?
ধ্বংশ দেশের ভাবমূর্তি
বাবা তোমরা দরবারে
সব পাগলের খেলা, আহা
দেখো সব TikTok-এ তে
যত সব পাগলের মেলা
আরেকরকম পাগল আছে
অন্যরে পাগল বলে
কত ভাবের পাগল ভবের মাঠে
দেখো রে চলাচলে
হায়রে, আরেকরকম পাগল আছে
অন্যরে পাগল বলে
ভাবের পাগল ভবের মাঠে
দেখো রে চলাচলে
পাগল আমি, পাগল তুমি
কে আছে বলো ভালা?
দুনিয়ায় বইসাছে দেখো পাগলেরই মেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা, রে বাব
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা
হিহি, সব পাগলে মেলা, হুম!
বাবা তোমরা দরবারে সব পাগলের খেলা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar