Kishore Kumar Hits

Arafa-T Kabir - Amma şarkı sözleri

Sanatçı: Arafa-T Kabir

albüm: Amma


ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
দেখিনাই আম্মা তোমারে কখনো আমি তবুও
অনূভব তোমায় করে গেছি সরাসরি কভু
পারিনাই বুঝতে অনুভুতিটা হারানোর প্রভুর
কাছে রাখি প্রশ্ন কেনো রাখতে দেয় নাই স্মৃতি টুকু
But I'm so lucky cause my father is a superhero
সে আগেই জানতো কেমন মা কে ছাড়া হবে জীবন
আর তাই তো আজ ও করলো না সে দ্বিতীয় বিবাহ
সন্তান দের জন্য দিয়ে দিলো নিজের সব বিসর্জন
খালাদের কাছে মায়ের শুনেছি যত গল্প
মা বেচে থাকতো যদি না ঝরতো অতিরিক্ত রক্ত
মা একা যুদ্ধ করে দিয়েছে আমায় জন্ম
বুঝিনি কষ্ট কতটা সহ্য করেছে আমার জন্য
I feel so sorry আম্মা পারিনাই হইতে perfect
তোমারি কসম ভাঙলে করতে থাকি এত regret
That I feel so much guilty I think I'm just a disgrace
As human being but I'm owning up to all my mistakes
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
ড্রাইভার কে নিয়ে ছোটবেলায় যেতাম যখন স্কুল এ
আব্বু যে থাকতো busy রোগী দেখতে হসপিটাল এ
অন্যরা মায়ের সাথে যেত আমি থাকতাম ভুলে
খারাপ তোহ লাগতো তাও তোহ চাইনাই কখনো বলতে কাউকে
প্রতিটা জন্মদিনে যখনি পরে মনে তখনি লাগে তোমার মৃত্যু আমারি কারণে
তাই প্রতিবার গোপনে চাই আত্মহত্যা করতে
But I am a loser জানিনা পারিনা কেন যে আমি মরতে
ওপারেতে আম্মা তুমি নিচ্ছ বিশ্রাম
যেকোনো শর্তে একবার যদি কাছে তোমায় পাইতাম
একটিবারের জন্য হলেও জড়িয়ে ধরে বলতাম
কতটা ভালোবাসে আম্মা তোমার প্রতিটা সন্তান
চব্বিশ টা বছর হলো আব্বা করে যাচ্ছে সংগ্রাম
এত কঠিন ত্যাগ এর তারা দিতে চায় নাই যে দাম
আত্মীয় স্বজন কিছু প্রথম করতে চাইছে বদনাম
এখন আব্বুর সামনে ওরা মুখটা খুলতেও সাবধান
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা
ও আম্মা তোমার সাথে কখনো হইলো না দেখা
এই জন্মে আমার আম্মা বইলা তোহ হইলো না ডাকা
হ্যা যদি পাইতাম আম্মা তোমার কাছে ভালোবাসা
হইতো না জীবন আমার ধংসের পথে সর্বনাশা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar