যে যারে চায় তারে কেন পায়না? আজ মন কেনো আর ভালো হয়না? সব ছেড়ে তুমি আছো সুখে? কেমন আছো প্রিয়? ভালো কি আছো? আমায় মনে করে কেমন কর? আকাশকে বলি বৃষ্টি নেমে এসো ঝরো হাওয়াতে কষ্ট ধুয়ে যাক কেমন আছো তুমি বলে যাও তোমায় নিয়ে যত স্মৃতির পাতা পুড়ে যায় যেমন আছো তেমনই তুমি থেকে যাও কান্নারই আড়ালে কি তুমি মুছে নাও? মানা মানি হয়েছিল কম একাকিটা হয়ে গেলো খুবই যে আপন জীবনেরই রঙ কেন হলো যে বেরঙ যতটুকু হয়েছিল সব কিছু যেন ঢং ঢংয়ে জলে পুড়ি দেখাও তুমি দেখি আঁধার কালো হবে তুমি মনে রবে ভেংগে পরা টা শিখি নাই পৃথিবীটা ঘুরে এতো রঙ দেখিনাই নাটকেরই শেষটুকু টা বুঝি নাই তাই বুঝিনাই প্রিয়জন সরে যাবে তাই সে কথা কানে কানে এই মন শুধু জানে রয়ে যাবে আশা যার নেই কোনো মানে! সব ছেড়ে তুমি আছো সুখে? কেমন আছো প্রিয়? ভালো কি আছো? আমায় মনে করে কেমন কর? আজ তুমি কি ভালো আছো?